ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে | ছবি: রয়টার্স |
সিএনএন, ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রায় ৯০০ ফুট উঁচুতে একটি কেব্ল কারে ছয়টি শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আটকা পড়েছেন। আটজনকে উদ্ধারে জরুরি তৎপরতা চলছে।
ঘটনাটি ঘটেছে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, কেব্ল কারে শিশুরা স্কুলে যাচ্ছিল। স্থানীয় সময় আজ সকাল ৯টার দিকে কেব্ল কারের একটি তার ছিঁড়ে যায়। এতে কেব্ল কারে থাকা ওই শিশুরাসহ আট আরোহী আটকা পড়ে।
অবশ্য আগে স্থানীয় এক কর্মকর্তা বলেছিলেন, দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আটটি শিশু ১ হাজার ২০০ ফুট উঁচুতে কেব্ল কারে আটকা পড়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা বিলাল আহমদ ফয়েজির জানান, অঞ্চলটির দুটি অংশকে সংযুক্ত করেছে এই কেব্ল কার। দুটি তারের ওপর ভিত্তি করে চলা কেব্ল কারের একটি ছিঁড়ে গেছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সব জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ কেব্ল কার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারী অনেক শিশু স্কুলে যাওয়া-আসার কেব্ল কারের ওপর নির্ভর করে। তবে এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ আছে।