যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন | ফাইল ছবি: রয়টার্স |
সিএনএন: রাশিয়ার মস্কোর কাছে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নেভাদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দিয়েছেন।
বুধবার ‘এমব্রায়ের লিগ্যাসি’ নামের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হন। ওই উড়োজাহাজের যাত্রীদের তালিকায় ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনও ছিলেন বলে দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এই রুশ ভাড়াটেকে (প্রিগোশিন) লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে, তিনি অবাক হবেন না।
সিএনএনের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আপনার মনে থাকার কথা, আমার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।’ জুলাইতে বাইডেন বলেছিলেন, ব্যর্থ অভ্যুত্থানের পর প্রিগোশিনের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া উচিত।
বাইডেন বলেন, ‘আমি বলেছিলাম, আমি যা ঘটিয়েছি সে বিষয়ে সতর্ক থাকতাম। আমি জানি না বাস্তবে কী ঘটেছে, তবে আমি অবাক হইনি।’
জুলাইতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে প্রিগোশিনকে নিয়ে কৌতুক করে বাইডেন বলেছিলেন, ‘আমি হলে কী খাচ্ছি সতর্ক থাকতাম, আমার খাবারের তালিকায় নজর রাখতাম।’
বাইডেন আরও বলেন, ‘রাশিয়ায় পুতিনের হাত ছাড়া তেমন বেশি কিছু ঘটে না।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ভাগনারপ্রধান। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছিলেন ভাগনার যোদ্ধারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোশিনের। গত ২৩ জুন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তিনি।