ছুরিকাঘাত | প্রতীকী ছবি

প্রতিনিধি নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চালকের গলায় ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার রামাগাড়ি বাঁশবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহত চালকের নাম আবু তালেব (৪৫)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের আবু বক্কারের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার থেকে যাত্রীবেশে কয়েক দুর্বৃত্ত বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি বাজারে যাওয়ার কথা বলে আবু তালেবের ভ্যানে চড়েন। রামাগাড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আবু তালেবের গলায় ছুরিকাঘাত করে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে চালককে উদ্ধার করে বনপাড়ার পাটোয়ারী হাসপাতালে পাঠান।

পাটোয়ারী হাসপাতালের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, চালকের গলায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরে ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।