নবগঠিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিশেষ প্রতিনিধি: নবগঠিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তাঁরা সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
আজ সোমবার সকালে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহানের নেতৃত্বে কমিটির নেতারা টুঙ্গিপাড়ায় যান। প্রথমে তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
মহিলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নাসিমা ফেরদৌসী ও রোকেয়া বেগম; যুগ্ম সাধারণ সম্পাদক নীলিমা আক্তার, রোজিনা নাসরিন ও নাসরিন সুলতানা; সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, দীপিকা সমাদ্দার, সোহেলী আফসানা, খেয়া হোসেন; নির্বাহী সদস্য খালেদা খানম ও বিলকিস বেগম; আইনবিষয়ক সম্পাদক সীমা করিম প্রমুখ।
গত বছরের ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিন সংগঠনের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ ও সাধারণ সম্পাদক পদে শবনম জাহানকে নির্বাচিত করা হয়। এরপর গত ১৭ জুলাই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নতুন কমিটি।