কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ কোথায় | ছবি: রয়টার্স |
খেলা ডেস্ক: এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ছোট গল্পের সংজ্ঞার মতো, ‘শেষ হইয়াও হইল না শেষ’। বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের দলবদলের কথা। দলবদলের শুরু থেকেই এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা নাটকীয়তা। পিএসজিকে চুক্তি নবায়ন না করার চিঠি দিয়েই জুনের মাঝামাঝি সময়ে এই নাটকের শুরুটা করেন এমবাপ্পে।
এরপর অবশ্য পানি গড়িয়েছে অনেক দূর। তবে এমবাপ্পে দলে ফিরে মাঠে নামার পর এ নাটকের অবসান হয়েছে বলে মনে হচ্ছিল, কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম এএস নতুন এক খবর দিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, পিএসজি এমবাপ্পেকে রেকর্ড দাম পেলেই শুধু ছাড়বে।
এখন দলবদলের বাজার শেষ হওয়ার আগে প্রত্যাশিত দাম নিয়ে কোনো দল হাজির হলে তাদের কাছে এমবাপ্পেকে বিক্রি করবে প্যারিসের ক্লাবটি। সেই দামটি কত তা–ও জানিয়ে দিয়েছে এএস। তাদের দাবি, এমবাপ্পের জন্য পিএসজির চাওয়া ২৫ কোটি ইউরো। যদি এ দামে কোনো দল এমবাপ্পেকে কিনতে রাজি হয় তবে তিনিই হবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২ কোটি ইউরোতে নেইমারকে কিনেছিল পিএসজি। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের স্বীকৃতিটা নেইমারের দখলেই আছে।
এদিকে এমবাপ্পের জন্য পিএসজির ২৫ কোটি ইউরো চাওয়ার ব্যাপারটি ভালোভাবেই অবগত আছে রিয়াল মাদ্রিদ। যদিও এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নিয়ে আসেনি। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছিল, এমবাপ্পে প্রকাশ্যে ক্লাব ছাড়ার কথা বললেই শুধু আনুষ্ঠানিক প্রস্তাব দেবে রিয়াল।
কিন্তু এখন পর্যন্ত আরেক মৌসুম পিএসজিতে থাকার সিদ্ধান্তে অনড় আছেন এই ফরাসি তারকা। জানা গেছে, এমবাপ্পেকে নতুন করে দলে ফেরানোর সময় তাঁকে সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানোর ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে পিএসজি। তবে কাঙ্ক্ষিত দাম পেয়ে গেলে হয়তো এর আগেই তাঁকে ছেড়ে দেবে ফরাসি চ্যাম্পিয়নরা।
এদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এল ডিবেট জানিয়েছে, এমবাপ্পের জন্য পিএসজি দেওয়া দাম শুনে রিয়ালের কর্তারা নাকি হাসছেন। তারা এমবাপ্পেকে কিনতে রাজি আছেন। কিন্তু সেটি কোনো অবস্থাতেই ১৭ কোটি ৫০ লাখের বেশি দামে নয়।
এর আগে এমবাপ্পের চিঠির পরিপ্রেক্ষিতে পিএসজি সাফ জানিয়ে দেয়, থাকতে হলে চুক্তি নবায়ন করো, নয়তো এ মৌসুমেই ক্লাব ছাড়তে হবে। দলের সেরা তারকাকে বিনামূল্যে ছাড়বে না তারা। দুই পক্ষের নাছোড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করে। একপর্যায়ে এমবাপ্পেকে প্রাক্–মৌসুম সফরের দল থেকে ছেঁটে ফেলে পিএসজি। পাশাপাশি চুক্তি নবায়ন না করে দলে থাকলে আগামী মৌসুমে বেঞ্চে রাখার হুমকিও দেওয়া হয়। তবে এ মাসের মাঝামাঝি সময়ে দুই পক্ষের আলোচনার পর স্কোয়াডে ফেরেন এমবাপ্পে। তবে সেখানেই হয়তো থেমে থাকছে না এই নাটক।