রূপপুরে ডিজিটাল বুলেটিন স্ক্রিন স্থাপন

রূপপুরে ডিজিটাল বুলেটিন স্ক্রিনের উদ্বোধন করছেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোড টু স্মার্ট বাংলাদেশ ‘ডিজিটাল বুলেটিন স্ক্রিন’ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় উপজেলার পাকশী ইউনিয়নের নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে এটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বক্তব্য দিচ্ছেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর সভাপতিত্বে ও  ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাঁকলী।

সাইফুজ্জামান পিন্টু বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে সাত ফুট দৈর্ঘ্যের এই ডিজিটাল বুলেটিন স্ক্রিন স্থাপন করেছি। এর মাধ্যেমে বিভিন্ন জাতীয় দিবস, বর্তমান সরকারের উন্নয়ন চিত্র, বিনোদন, খেলাধুলা উপভোগের একটি সুযোগ করে দেওয়া হলো।