জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার এক আলোচনায় সভায় জাসদ নেতা হাসানুল হক ইনু বক্তব্য দেন। ঢাকা, ১৩ আগস্ট | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজস্ব প্রতিবেদক: জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপির রাষ্ট্রক্ষমতা দখলের ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন নিশ্চিত করা এই মুহূর্তে জাতীয় রাজনৈতিক কর্তব্য।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার এক আলোচনায় সভায় হাসানুল হক ইনু এই মন্তব্য করেন। জাসদ আজ ‘শহীদ কর্নেল তাহের মিলনায়তনে’ ওই আলোচনা সভার আয়োজন করে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আলোচনা সভায় হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনকে অছিলা হিসেবে ব্যবহার করে খালেদা জিয়া যুদ্ধাপরাধী-জামায়াত-সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে দেশে অসাংবিধানিক-অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত রয়েছে। এক দফার নামে বিএনপি–জামায়াত দেশে আগুনসন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
হাসানুল হক ইনু বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জাতির ইতিহাসে সবচেয়ে বড় বিয়োগান্তক ঘটনা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। খুনিরা শুধু বঙ্গবন্ধুকে শারীরিকভাবেই হত্যা করেনি, বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকে হত্যা করে পাকিস্তানি আত্মাকে বাংলাদেশ রাষ্ট্রের দেহে প্রতিস্থাপন করতে চেয়েছিল।
ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রত্যক্ষ নেতা খন্দকার মোস্তাকের পরবর্তী সময়ে জেনারেল জিয়াউর রহমান তাঁর কর্মকাণ্ডে প্রমাণ করেছেন, তিনিই খুনিদের রক্ষক, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা।
আলোচনা সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহসভাপতি শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য দেন। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান।