পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি কর্মকর্তারা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। না হলে পরদিন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে অ্যান্টি টেররিজম ইউনিটে, মাহফুজুর রহমানকে র‍্যাব থেকে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি) টাঙ্গাইল, মোহাম্মদ রোকনুজ্জামানকে ইনসার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র নেত্রকোনা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), মোহাম্মদ বদিউজ্জামানকে শরীয়তপুর থেকে মুন্সিগঞ্জ, মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তর থেকে নড়াইল, সীমা রানী সরকারকে জামালপুর জেলা থেকে হাইওয়ে পুলিশ, খোরশেদ আলমকে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) থেকে শেরপুর, সোহেল মাহমুদকে শেরপুর থেকে জামালপুর, জসিম উদ্দিনকে পুলিশ সদর দপ্তর থেকে খাগড়াছড়ি, আদিবুল ইসলামকে মুন্সিগঞ্জ থেকে শরীয়তপুর, মো. নুরুজ্জামানকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে চাঁপাইনবাবগঞ্জ, মোসফেকুর রহমানকে খুলনা মহানগর পুলিশ থেকে দিনাজপুর, ইয়াসির আরাফাতকে ডিএমপি থেকে হবিগঞ্জ, এস এম রাজু আহমেদকে পুলিশ সদর দপ্তর থেকে ঝিনাইদহ, এ বি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সদর দপ্তর থেকে র‍্যাব, মেহেদী হাসানকে পুলিশ সদর দপ্তর থেকে বরিশাল, ফজলুল করিমকে এপিবিএন থেকে জিএমপি, জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দপ্তর থেকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সার্কেল, শ্রীমা চাকমাকে পুলিশ সদর দপ্তর থেকে চাঁদপুর (রিভার), আবদুল করিমকে পুলিশ সদর দপ্তর থেকে মেহেরপুর সদর সার্কেল, আহসান হাবীবকে পুলিশ সদর দপ্তর থেকে শরীয়তপুরের নড়িয়া সার্কেল, খোরশেদ আলমকে নৌ পুলিশ থেকে চট্টগ্রাম রেঞ্জ, জহুরুল ইসলাম হাওলাদারকে ভোলার লালমোহন সার্কেল থেকে বরগুনা, বাবুল আখতারকে সিআইডি থেকে ভোলা লালমোহন সার্কেল, হাফিজুল ইসলামকে ইনসার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়া থেকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), অহিদ উল্লাহ সরকারকে এপিবিএন থেকে নৌ পুলিশ, ওমর ফারুককে ইনসার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম থেকে সিআইডি, শহিদুল ইসলামকে র‍্যাব থেকে সিআইডি, রতন কুমার দাস গুপ্তকে র‍্যাব থেকে চট্টগ্রাম মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার রেজাউল হককে চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে ঠাকুরগাঁও রানীশংকৈল সার্কেল, রায়হানা ইয়াসমীনকে শেরপুর নালিতাবাড়ি সার্কেল থেকে শিল্পাঞ্চল পুলিশ, দিদারুল ইসলামকে জিএমপি থেকে শেরপুর নালিতাবাড়ি সার্কেল, রিজওয়ান সাঈদকে র‍্যাব থেকে চাঁদপুর কচুয়া সার্কেল, নজরুল ইসলামকে জিএমপি থেকে ডিএমপি, আবুল কালাম আজাদকে চাঁদপুর কচুয়া সার্কেল থেকে র‍্যাব, মমিনুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ থেকে কুড়িগ্রাম রৌমারী সার্কেল ও ওয়ালী উল্লাহকে এপিবিএন থেকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে বদলি করা হয়েছে।