পদোন্নতিসহ ৯ দফা দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সংবাদদাতা পাবিপ্রবি: পদোন্নতিসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তাঁরা। সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে কর্মকর্তা সমিতির সদস্যরা বাধা দেন। এতে উপাচার্যের সহযোগীদের সঙ্গে সমিতির সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাধা উপেক্ষা করেই উপাচার্য কার্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
কর্মকর্তাদের ৯ দফা দাবি হলো: নীতিমালা অনুযায়ী আপগ্রেডেশনের মেয়াদ পূর্ণ হওয়ায় কর্মকর্তাদের আপগ্রেডেশন দ্রুত সময়ের মধ্যে করতে হবে। অ্যাডহক ভিত্তিতে কর্মরত কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ দিতে হবে। কর্মকর্তাদের নিয়োগবিধি সংশোধন করতে হবে। কর্মকর্তাদের শিক্ষা ছুটিসহ যাবতীয় প্রাপ্য ছুটি হয়রানি ছাড়া প্রদান করতে হবে।
কর্মকর্তাদের সুযোগ-সুবিধা না পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়, কিন্তু সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয় না, এমন দ্বৈত নীতি পরিহার করতে হবে। প্রয়াত ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলামের সহধর্মিণীর চাকরির ব্যবস্থা করতে হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য গঠিত উপকমিটির সব কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ৪ শতাংশ গৃহনির্মাণ ঋণ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, ‘আমাদের দাবিগুলো দীর্ঘদিনের, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন করছে না। এ জন্য আমাদের আজকের কর্মসূচি পালন করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন চলবে।’
প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমি পুরোপুরিভাবে জানি না। কর্মকর্তারা কেন অবস্থান নিয়েছিলেন, সেটা জেনে তারপর বলতে পারব।’