নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময করেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, 'শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ এলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়'।

'ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এত সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এই শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপিত করে রেখে গেছেন। সেটা টেনে উপড়ে ফেলা যায় না।'

রোববার রাতে উপজেলা সদরের কলেজ রোড আকবরের মোড় এলাকার নিজ বাসভবনে বিভিন্ন ইউনিয়ন উপজেলা-পৌর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতা ও নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও নৈশভোজের অনুষ্ঠানে এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, 'বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয়। দেশের ব্যাপক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অসীম অবদানের ঋণ ভোটের মাধ্যমে তাকে পরিশোধ করবে দেশের মানুষ।'

নুরুজ্জামান বিশ্বাস বলেন, 'বিএনপি বার বার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করেছে, ১৫ বছরেও পারেনি। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারও জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। বিএনপি বলছে, গণতান্ত্রিক নির্বাচনের কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, ঈশ্বরদী  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সাইফুজ্জামান পিন্টু, আব্দুল মজিদ বাবলু মালিথা, নুরুল ইসলাম বকুল সরদার, ও আব্দুল খালেক মালিথা প্রমুখ।