প্রতিনিধি রাজশাহী: ঢাকায় বিএনপির মহাসমাবেশ পেছানোয় আগামীকাল শুক্রবার বিকেলের রাজশাহী বিভাগীয় বিএনপির চার সহযোগী সংগঠনের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্য দলের ‘মেহনতি মানুষের পদযাত্রায়’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
বিএনপি সূত্রে জানা যায়, রাজশাহীর পদযাত্রা সফল করার জন্য ১৫ দিন ধরে বিএনপি নানা ধরনের প্রস্তুতি নিয়ে আসছিল। গত ১৭ জুলাই দলটি রাজশাহী বিভাগের সব মহানগর ও জেলা কমিটি নিয়ে প্রস্তুতি সভা করেছে। পরে প্রায় প্রতিদিনই চার অঙ্গসংগঠনের ব্যানারে প্রস্তুতি সভা হয়েছে। ইতিমধ্যে রাজশাহী নগরের বাটার মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট ও সিঅ্যান্ডবি মোড়ে পদযাত্রা করবে, মর্মে পুলিশের কাছে অনুমতি চেয়েছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকেও সফল পদযাত্রা করার জন্য বিশেষ নির্দেশনা ছিল।
উল্লেখ্য, একদিন পিছিয়ে আগামীকাল শুক্রবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে।
রাজশাহী মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন ইসলাম বলেন, বিভাগীয় পদযাত্রা সফল করতে তাঁদের শতভাগ প্রস্তুতি ছিল। কিন্তু ঢাকায় মহাসমাবেশ একদিন পেছানোয় তাঁদের পদযাত্রা কর্মসূচি আপাতত করা যাচ্ছে না। তবে আবার যেকোনো সময়, যেকোনো দিন পদযাত্রার তারিখ ঘোষণা করলে তা বাস্তবায়নে তাঁরা প্রস্তুত আছেন।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী বলেন, তাঁরা ইতিমধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। সব ধরনের প্রস্তুতি সভাও হয়েছে। এখন আবার নতুন তারিখ ঘোষণা হলে পদযাত্রাটি হবে।