লাশ | প্রতীকী ছবি |
প্রতিনিধি বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। দুপুরে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আত্রাই স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এ ছাড়া রেলওয়ে থানাধীন তালোড়া রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার তালোড়া পৌর শহরের পগুইল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। শুক্রবার দুপুরে তালোড়া রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
এদিন বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোজাহার হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পূর্ব ভাটকুড়ি গ্রামে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। তালোড়া স্টেশনে কাটা পড়া ব্যক্তির লাশ পুলিশ যাওয়ার আগে পরিবারের লোকজন নিয়ে যায়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।