বর্ষাযাপন উৎসবের একটি মুহূর্ত | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী 'চরনিকেতনে বর্ষাযাপন’ উৎসব অনুষ্ঠান।
এ
উপলক্ষ্যে মঙ্গলবার ও সোমবার দিনব্যাপী উপজেলার সাহাপুর ইউনিয়নের
চরগড়গড়ি গ্রামে বাংলাদেশ ভারতের দুই বাংলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক
কর্মীদের অংশগ্রহণে কবিতাপাঠ, আড্ডা, আবৃত্তিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা
হয়।
মঙ্গলবার বিকেলে আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ ও লেখক আড্ডার মধ্যদিয়ে এ
উৎসবের সমাপ্ত ঘোষণা করেন চরগড়গড়ি চরনিকেতন কাব্যমঞ্চের প্রতিষ্ঠাতা কবি
মজিদ মাহমুদ। এর আগে সোমবার দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ভারতের
পশ্চিমবঙ্গের সত্তর দশকের অন্যতম প্রধান কবি মৃদুল দাশগুপ্ত।
এসময়
তিনি বলেন, "সাহিত্যের জন্য আমাদের প্রকৃতি ও ঋতুর কাছেও ফিরে যেতে হয়।
আমরা বাংলাদেশের ঈশ্বরদীর চরগড়গড়িতে এসে বর্যার সেই প্রকৃতিতে মুগ্ধ
হয়েছি, এ গ্রাম, এ পরিবেশ আমাদের খুউব ভালো লেগেছে। এমন আয়োজনে আবারও
ঈশ্বরদীতে আসতে চাই।"
নজরুল গবেষক, প্রাবন্ধিক ও কবি মজিদ মাহমুদের
সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সত্তর দশকের অন্যতম কবি ও
নাট্যকার কবি ফরিদ আহমদ দুলাল। বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের
অন্যতম চিত্রকর কবি শ্যামল জানা, ওপার বাংলার আশির দশকের কবি রামকিশোর
ভট্টাচার্য। দুই বাংলা কবি ও সাহিত্যিক ছাড়াও বর্ষাযাপনে মুক্তিযোদ্ধা,
স্থানীয় শিল্পী, কলাকূশলী ও শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।