কলকাতা প্রেসক্লাবে ‘সাংবাদিকদের মুখোমুখি’ নামের অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ২৭ জুলাই | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি কলকাতা: বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় সংসদের নির্বাচন হবে সংবিধান মেনে। কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ নির্বাচন হবে না।

আজ বৃহস্পতিবার  দুপুরে কলকাতা প্রেসক্লাবে ‘সাংবাদিকদের মুখোমুখি’ নামের অনুষ্ঠানে প্রশ্নের জবাবে কথাগুলো বলেন হাছান মাহমুদ। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক।

আজকের অনুষ্ঠানে হাছান মাহমুদ উপস্থিত বিভিন্ন সংবাদপত্র ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নানা প্রশ্নের জবাব দেন। শুরুতেই তিনি বলেন, ‘কলকাতা প্রেসক্লাবের সঙ্গে আমার সম্পর্ক দৃঢ় ও দীর্ঘদিনের। আমি কলকাতা প্রেসক্লাবের ডাকে এখানে আরও এসেছি।’

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেসক্লাবের অবদান ভোলার নয়। সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়ে কলম ধরেছিলেন প্রেসক্লাবের কলমযোদ্ধারা। একাত্তরের ১৭ এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুজিবনগরে ছুটে গিয়েছিলেন এখানকার কলমসৈনিকেরা। কীভাবে ভুলব আমরা তাঁদের অবদানের কথা। তাই আমাদের এই বন্ধন দৃঢ়, ছিন্ন হওয়ার নয়।’

কলকাতা প্রেসক্লাবের অনুষ্ঠানে অন্যান্য অতিথির সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ২৭ জুলাই | ছবি: পদ্মা ট্রিবিউন

আজকের অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচনকালে বর্তমান সরকারই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী দেশ চালাবে। সরকার চলবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, করোনার মতো ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ সরকার যথাযথ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের অভিবাসন দপ্তরে ডেঙ্গুর জন্য রক্ত পরীক্ষার যে দাবি উঠেছে, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ব্যাপারটি ভারত সরকারের বিষয়।

ভারতের সঙ্গে এবার ডলারের পরিবর্তে রুপি ও টাকার বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য শুরু হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘এবার আমরা দুই দেশ অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে যেতে পারব। ডলারের পরিবর্তে রুপি এবং টাকার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হওয়ায় আমাদের অর্থনীতি আরও গতি পাবে।’

মন্ত্রী হাছান মাহমুদ আজ বিকেলে কলকাতার সংস্কৃতি অঙ্গনের প্রাণকেন্দ্র নন্দনে আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন।