নাটোরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা–ছেলের মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যুর পর স্বজনদের আহাজারি। সদর উপজেলার গুনারীগ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: নাটোরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকেল চারটার দিকে সদর উপজেলার গুনারীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন গুনারীগ্রাম এলাকার প্রয়াত গেদনা মিয়ার ছেলে শুকুর আলী (৩৫) ও তাঁর সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে আমির হামজা (১৪)।

সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সারা দিন রিকশা চালানো শেষে শুকুর আলী তাঁর অটোরিকশাটি বাড়িতে এনে বিদ্যুতের সুইচ বোর্ডে চার্জ দিতে যান। এ সময় অসাবধানতায় শুকুর আলী বিদ্যুতায়িত হন। ঘটনাটি দেখতে পেয়ে তাঁর ছেলে আমির হামজা তাঁকে উদ্ধার করতে যায়। বাবার সংস্পর্শে গিয়ে সে–ও বিদ্যুতায়িত হয়। এ সময় মেইন সুইচ অফ করে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের উভয়কেই মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, বিদ্যুতায়িত হয়ে বাবা ও ছেলের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেননি।