ফাইল ছবি |
প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: ঈশ্বরদী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে এ রুটে বন্ধ থাকা ট্রেন আবারও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল শনিবার থেকেই এ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল।
রেলের এ কর্মকর্তা জানান, এখন থেকে নিয়মিত আগের সময়সূচি অনুযায়ী এ রুটে ট্রেন চলাচল করবে। এ বিষয়ে রেলের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে।
রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা আই আর লোকাল ট্রেনটিতে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী কোচ রয়েছে। ট্রেনটি ঈশ্বরদী ছাড়বে সকাল ৪টায়। রহনপুর পৌঁছাবে সাড়ে ৮টায়। এর পর একই ট্রেন রহনপর চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর হয়ে, বিকেল সোয়া ৫টার দিকে আবারও ঈশ্বরদী উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি ঈশ্বরদী পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা ট্রেনটি চালু হাওয়ায় এ পথের যাত্রীরা বেশ খুশি।