আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে: রেজা কিবরিয়া

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া  | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ দেশে বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশে রেজা কিবরিয়া বলেন, ‘শেখ হাসিনার সরকার অবৈধ ও ভোট চুরি করে ক্ষমতায় আছে। জনগণ হিসেবে আমরা ভোট দিইনি। আমরা বিএনপির নেতৃত্বে আন্দোলন করছি, তারা তুলনামূলক ভালো। বাংলাদেশে দুইবার বহুদলীয় গণতন্ত্র নষ্ট করা হয়েছে। একবার শেখ মুজিব করেছেন, আরেকবার এরশাদ করেছেন।’

রেজা কিবরিয়া বলেন, বিএনপি দুইবার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে। জিয়াউর রহমান তাঁর উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন। তারা আসলে সে জন্য উপযোগী নয়। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হিরো আলমের ওপর আক্রমণের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।

তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজের আহ্বান জানিয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে রেজা কিবরিয়া বলেন, ‘এ সরকারের পতনের আগপর্যন্ত আমাদের যুগপৎভাবে কাজ করে যেতে হবে। আমরা মজলুমদের পক্ষের দল, আমরা জালিমদের পক্ষ নিতে পারি না। আমরা তাই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে থাকব। আমরা দেশের ও দেশের সেনাবাহিনীর পক্ষের দল হিসেবে সোচ্চার ভূমিকা রাখব।’

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘বিএনপিসহ ৩৭টি বিরোধী দলের শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলছে। তারই অংশ হিসেবে আমরা এই সমাবেশে যুক্ত হয়েছি।’

যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মালেক ফরাজী, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জীশান মহসিন, মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন, সহকারী আহ্বায়ক সাকিব হোসাইন, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবির প্রমুখ।