বগুড়া জেলা আওয়ামী লীগের সমাবেশে মারধরের ঘটনায় আহত হন সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ২৪ জুন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বগুড়া: বগুড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে যুবলীগ নেতার ওপর স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন।  

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বগুড়া শহরের সাতমাথা–সংলগ্ন টেম্পল সড়কে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান বলেন, সমাবেশে চেয়ারে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ভুল–বোঝাবুঝি থেকে আল মামুন নামের যুবলীগ নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান ছাড়াও অন্য নেতারা বক্তব্য দেন। সমাবেশ চলাকালে দলীয় কার্যালয়ের সামনে টেম্পল সড়কে পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুনের ওপর হামলা হয়। এ সময় হামলাকারীরা বেধড়ক মারধর করেন মামুনকে। হামলাকারীরা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা যায়।