অস্ত্রসহসহিদুল ইসলামকে আটক করেছে র্যাব-১২ | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য পাবনার হাজিরহাট ঘাটে অবস্থান করছিল অস্ত্র ব্যবসায়ী। এমন খবরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ একজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলার আমিনপুর শরিফপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার বেলা ১১টায় র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তির নাম সহিদুল ইসলাম (৩৫)। তিনি সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বংখুরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর পাবনার ক্যাম্পের সদস্যরা জানতে পারে যে, যমুনা নদীর পাশে কাজিরহাট ঘাটের ওপর একজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন সে। তবে র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিকে তল্লাশি করে পাকিস্তানের তৈরি গুলিবিহীন একটি রিভলবার পাওয়া যায়। আভিযানিক দলটির নেতৃত্বে ছিলেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার এএসপি কিশোর রায় ।
সহিদুলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও র্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।