আম | ফাইল ছবি

ইউএনবি, কুয়ালালামপুর: সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগাং ও প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির জন্য উন্নতমানের বাংলাদেশি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপহারের এই আম গ্রহণ করেন।

কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার পাঠানোর এই উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বাংলাদেশের আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ায় একটি সম্ভাবনাময় রপ্তানিপণ্য হিসেবে তুলে ধরতে তা সহায়তা করবে।

হাইকমিশন জানায়, তাদের তত্ত্বাবধানে বাংলাদেশের এক হাজার কেজি আম মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও কূটনীতিকদের কাছে পাঠানো হয়েছে।