ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে দুটি ওয়াগন যুক্ত করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছে কোরবানির পশু। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় কোরবানির পশু আনতে অন্যবারের মতো এবার ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু হয়নি। তবে আম পরিবহনের জন্য দেওয়া ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে’ দুটি ওয়াগন যুক্ত করে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে এ ট্রেনের যাত্রা শুরু। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ সন্ধ্যা পৌনে সাতটার দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ ট্রেনের উদ্বোধন করেন।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, অন্যান্যবারের মতো এবার ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ নামের কোনো ট্রেন চালু না হলেও ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের’ সঙ্গে দুটি ওয়াগন যুক্ত করে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। প্রতিটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা।

মোহাম্মদ ওবায়দুল্লাহ আরও বলেন, প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০টি গরু ও ৬টি ছাগল নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে রাত দেড়টা-দুইটার দিকে পৌঁছাবে। এ ট্রেনে আরও দুই দিন কোরবানির পশু পরিবহন করা হবে।