বাল্যবিবাহ | প্রতীকী ছবি

প্রতিনিধি ধুনট: বগুড়ার ধুনটে প্রশাসনের অভিযানের খবর পেয়েই কনের বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেছে বর। এতে করে বন্ধ হয়ে গেছে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ। মেয়েটি স্থানীয় একটি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে বিয়ে বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বিকেল চারটার দিকে ওই ছাত্রীর বাড়িতে যান। ওই ছাত্রী ও বরের বাড়ি একই গ্রামে।

এসব তথ্য নিশ্চিত করে ধুনট উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলী বলেন, বর ও কনে দুজনই অপ্রাপ্ত বয়স্ক। বৃহস্পতিবার বিকেলে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। খবর পাওয়ার পর ইউএনও জানে আলম পুলিশের সহযোগিতায় বিকেল চারটার দিকে মেয়েটির বাড়িতে গিয়ে হাজির হন। এ সময় উপজেলা ও পুলিশ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর ও তার সঙ্গে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়েটির পরিবারকে ডেকে বুঝিয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে প্রতিশ্রুতি নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

ধুনটের ইউএনও জানে আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মেয়েটির পরিবার বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানত না। তাদের বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। বিয়েবাড়ি থেকে বর ও তার পক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।