ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৮৯ হাজার মানুষ

আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের মধ্যে নারীর সংখ্যা বেশি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চট্টগ্রাম: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রগুলোতে ৮৯ হাজার ৬৫ জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোয় আছে ৮ হাজার ১০৬টি গবাদিপশু।

শনিবার দিবাগত রাত ১টায় আশ্রয়কেন্দ্রের হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসন জানায়, সিটি করপোরেশনের ৯৪টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার জন এবং বাকিরা সবাই ৮ উপজেলার আশ্রয়কেন্দ্রে আছেন। চট্টগ্রামে মোট উপজেলা ১৫টি।

আশ্রয়কেন্দ্রগুলোয় কয়েক হাজার হাজার গবাদিপশুও আছে

এনডিসি মো. তৌহিদুল ইসলাম জানান, বাঁশখালী সবচেয়ে বেশি ৪৫ হাজার ১৪৩ জন আশ্রয় নিয়েছেন। ২৯ হাজার ৮৮৫ জন আশ্রয় নিয়েছেন সন্দ্বীপ উপজেলার আশ্রয়কেন্দ্রে। আর সবচেয়ে কম, ৬০ জন আশ্রয় নিয়েছেন মিরসরাইয়ে।

তৌহিদুল ইসলাম আরও জানান, চট্টগ্রামে নগর ও জেলার ১ হাজার ১৫৪টি আশ্রয়কেন্দ্রে ৩৮ হাজার ৯৭৬ নারী, ৩৮ হাজার ৫৯৫ পুরুষ, ১১ হাজার ৩৪৯ শিশু ও প্রতিবন্ধী আছেন ১৪৫ জন। তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।