জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কেক কেটেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: শ্রদ্ধা ও ভালোবাসায় সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী।
বৃহস্পতিবার সকালে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মানবতার কবি কাজী নজরুল ইসলামের বর্ণিল কর্মময় জীবন ও তাঁর রচিত সাহিত্যকর্মের নানান দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেছেন, ‘গাহি সাম্যের গান/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান।’ নজরুলের কাছে ধর্মের কোনো প্রভেদ ছিল না। চন্ডিদাসের মতো তিনিও বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। পৃথিবীতে যত দিন অন্যায়, অবিচার, অত্যাচার থাকবে, নিপীড়ন-নির্যাতন থাকবে, নারী-পুরুষের বৈষম্য থাকবে, পরাধীনতার গ্লানি থাকবে, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা থাকবে, মানুষে মানুষে বিভেদ থাকবে, শ্রেণি-শোষণ থাকবে, সর্বহারার আর্তনাদ থাকবে এবং ঘুণেধরা পুঁজিবাদী সমাজব্যবস্থা থাকবে, তত দিন উচ্চারিত হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম এবং তার অমর কবিতার পঙ্ক্তিমালা।
এ সময় স্কুল ও কলেজ শাখার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।