পুলিশ হেফাজতে গ্রেপ্তারকৃত শফিকুল | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: গাজীপুরের কালীগঞ্জে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল (৪০) কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে রোববার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ। পরে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শফিকুল কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষ্মণগাঁও গ্রামের বাসিন্দা। এই মামলার আরও কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।
মোবাইল ফোনের ঘটনাকে কেন্দ্র করে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মহিউদ্দিন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত আসামি শফিকুল পালাতক অবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকহিসেবে কর্মরত ছিল। সে কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করতো বলে গ্রেপ্তার করতে বেগ পেতে হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য জানান।
মামলার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ২০০৮ সালের ১৬ অগাস্ট রাত ৮টার দিকে মোবাইল ফোনকে কেন্দ্র করে ব্রাক্ষ্মণগাঁও গ্রামের ময়েজউদ্দিনের বাড়ি সংলগ্ন বিলের পাশে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনায় পর দিন ১৭ অগাস্ট নিহতের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, পরে মামলার তদন্ত কর্মকর্তা শফিকুলসহ কয়েকজনকে আসামি করে চার্জশীট দাখিল করেন। পরে ২০১৭ সালের ১৯ জুলাই পর্যালোচনা করে মামলায় মৃত্যুদণ্ডের রায় এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।