চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উৎসব নিয়ে মতবিনিময় সভা। শনিবার পাকশী হাসেম আলী মিলনায়তনে  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: প্রমত্তা পদ্মা নদীর কোলঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভা হয়েছে।

শনিবার বেলা ১১টায় পাকশী হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের মতামত তুলে ধরেন।

চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ প্রাক্তনী কমিটির সভাপতি গোলাম মোস্তফা রবির সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধে পাবনা জেলার কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সদরুল হক সুধা, পাবনা-৪ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বাংলাদেশ বার কাউন্সিল ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান এডভোকেট রবিউল আলম বুদু,  পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাইফুল আলম বাবু মন্ডল, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সেলিম সরদার ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু প্রমুখ। 

সাংস্কৃতিক সন্ধ্যায় গান করেন এক শিল্পী। শনিবার পাকশী হাসেম আলী মিলনায়তনে  | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তনী কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী খান মঞ্জু। সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত সবচেয়ে পুরোনো স্কুল বাংলাদেশ রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। এটি বাংলাদেশ রেলপথ কর্তৃপক্ষের পরিচালনায় সরকারি বালক উচ্চবিদ্যালয়। ১৯২৪ সালে বাবু জগীন্দ্র চন্দ্র দাশগুপ্ত তাঁর মা চন্দ্রপ্রভা দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শঙ্খ ঘোষ,  প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, কলকাতা কর্পোরেশনের সাবেক মেয়র প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়, পূর্ব পাকিস্তান রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল গফুর এবং দেশ-বিদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, রাজনীতিবিদ এখানকার ছাত্র ছিলেন।