স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনের সড়কে ‘মশুরিয়াপাড়া গ্রামবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন শতাধিক পরিবারের বাসিন্দা।
মানববন্ধন থেকে তাঁরা অভিযোগ করেন, যুগ যুগ ধরে তাঁরা এই রাস্তা দিয়েই চলাচল করছেন। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরাম খাঁন ইটের দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিবাদ জানান এলাকাবাসী।
কারণ, এতে তাদের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে। রাস্তাটি বন্ধ হলে একটি পাড়ার লোকজনের চলাচল বিঘ্নিত হবে। এছাড়াও বিকল্প কোন রাস্তাও নেই।
স্থানীয় বাসিন্দা নূর প্রামাণিক বলেন, ‘এই রাস্তা দিয়ে কয়েকটি পরিবারের লোক প্রতিদিন যাতায়াত করেন। এটি বন্ধ হলে কেউ বাড়ি থেকে বের হতে পারব না। ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে সমস্যা হবে।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুমা বলে, ‘রাস্তাটি বন্ধ হয়ে গেলে আমাদের অনেক ঘুরে স্কুলে যেতে হবে।’
ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, ‘রাস্তাটি বন্ধ হলে এলাকাবাসী দুর্ভোগে পড়বে। রাস্তাটি বহাল রাখার জন্য সংকট সমাধানের চেষ্টা করছি। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জায়গা পরিমাপের উদ্যোগ গ্রহণ করলে তিনি তখন অনুপস্থিত থাকেন।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরাম খাঁন বলেন, এই জমি আমার ক্রয়কৃত। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফায়দা নিতে চাইছেন।