মাদক পাচারের অভিযোগে ইয়াবা বড়িসহ আটক | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: রাজধানী ঢাকা থেকে লালন শাহ সেতু দিয়ে ইয়াবা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পাবনার ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা।
বুধবার উপজেলার পাকশীতে লালন শাহ্ সেতুর পূর্বপাশে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশির সময় ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৫০ পিস এ্যামফিটামিল যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটক ব্যক্তির নাম জামিরুল ইসলাম (৪১)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের রব্বান মালিথার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি ঢাকা থেকে মেহেরপুরের গাংনীমুখী ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬৫ নম্বরের একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি লালন শাহ সেতু দিয়ে ইয়াবা পাচার করছে। ওই তথ্যের ভিত্তিতে সকালে ফোর্স নিয়ে লালন শাহ সেতুর মোড়ে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশির সময় যাত্রীর কাছে রাখা পলিথিনের মোড়ানো ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়। পরে ওই ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন, মাদক আইনে মামলা হয়েছে। ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।