সিরিয়ায় সন্দেহভাজন আইএসপ্রধান নিহতের ঘোষণা দিলেন এরদোয়ান

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বাহিনী প্রায়ই অভিযান চালায় ছবি: এএফপি

এএফপি: সিরিয়ায় তুরস্কের সরকারি এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে সন্দেহভাজন আইএস জঙ্গি নেতা নিহত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল রোববার এ কথা বলেছেন।

এরদোয়ান টিভিতে এক ঘোষণায় জানান, সিরিয়ায় গত শনিবার এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস জঙ্গি নেতা আবু হোসেন আল-কুরেশি নিহত হয়েছেন।

গত ৩০ নভেম্বর আইএস আগের প্রধান আবু হাসান-আল হাশিমি আল-কুরেশির মৃত্যুর খবর জানায়। তাঁর স্থলে আবু হোসেন আল-কোরেশির নাম ঘোষণা করা হয়।

সিরিয়ার উত্তরাঞ্চলে থাকা এএফপির প্রতিনিধি বলেছেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সামরিক পুলিশ গত শনিবার আফরিনের উত্তর–পশ্চিমাঞ্চলের জিন্দিরেসের একটি এলাকায় চলাচল বন্ধ করে দিয়েছে।

ওই এলাকার বাসিন্দারা এএফপিকে জানান, ইসলামিক স্কুল হিসেবে পরিত্যক্ত একটি খামার ব্যবহার করা হচ্ছিল। ওই স্কুল লক্ষ্য করেই অভিযান চালানো হয়।

২০২০ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সেনা মোতায়েন করেছে। সিরিয়ার সহায়তায় তুরস্ক পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করে।

এপ্রিলের মাঝামাঝির দিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলে হেলিকপ্টারে অভিযান চালায়। যুক্তরাষ্ট্র বলেছে, আইএস ইউরোপ ও মধ্যপ্রাচ্যে হামলার পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা অভিযানে আইএসের আবদ-আল হাদি মাহমুদ আল-হাজি আলীকে হত্যা করেছে।

সিরিয়ায় গত ১৬ এপ্রিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা কমপক্ষে ৪১ জনকে হত্যা করেছেন। তাঁদের মধ্যে ২৪ জন বেসামরিক নাগরিক।

এপ্রিলের প্রথম সপ্তাহে মার্কিন বাহিনী বলেছে, তারা ইউরোপে হামলার পরিকল্পনার জন্য দায়ী আইএস নেতা খালিদ আয়িদ আহমদ আল জাবুরিকে হত্যা করেছে।

ইরাক ও সিরিয়া দখলের সময় আইএস ইউরোপে সিরিজ হামলার দায় নিয়েছে।

২০১৯ সালের অক্টোবরে ওয়াশিংটন বলেছে, তারা উত্তর–পশ্চিম সিরিয়ায় অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যা করেছে।

আইএস সিরিয়ার বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। তারপরও এটি সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে।