বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে ‘পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃবিভাগীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপজেলার পাকশী ইউনিয়নের রেলওয়ে ফুটবল মাঠে।

এতে পাকশী ও রাজশাহী একাদশ অংশ নেয়। রাজশাহীর বিপক্ষে এ টুর্নামেন্টে পাকশী ৬ উইকেটে জয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত ই খুদা।

এসময় উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল, যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, (লোকো) আশীষ কুমার মণ্ডল, বিদ্যুৎ প্রকৌশলী রিফাত শাকিল, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীববিল্লাহ, ক্রীড়া সংস্থা পাকশীর সাধারন সম্পাদক ও পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থা পাকশীর সদস্য, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার।

সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।