নওগাঁ জেলার মানচিত্র

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত এলাকায় ৬০০ গ্রাম ওজনের ৬টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি বলছে, নওগাঁ সীমান্ত দিয়ে চোরাচালানকালে সোনা উদ্ধারের এটি প্রথম ঘটনা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কিবরিয়া (৪০)। তিনি ধামইরহাট উপজেলার চকশবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা হয়েছে।

শুক্রবার সকালে বিজিবি ১৪ ব্যাটালিয়ন (পত্নীতলা) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবি সদস্যরা চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় চোরা কারবারি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাঁর শরীর তল্লাশি করে সোনার ছয়টি বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন আনুমানিক ৬০০ গ্রাম।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা হয়েছে। মামলার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বারগুলো নওগাঁ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। নওগাঁ সীমান্ত দিয়ে চোরাচালানকালে সোনা উদ্ধারের এটি প্রথম ঘটনা।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।