তাসনিয়া ফারিণ | ছবি: পদ্মা ট্রিবিউন

বিনোদন প্রতিবেদক: হঠাৎই খবর চাউর, সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রেম করছেন! এমনকি তাঁরা নাকি চুপিসারে বিয়ে করে সংসারও করছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী ফারিণ গণমাধ্যমে বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ, কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’ অন্যদিকে তাহসান বলেছেন, ‘বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করি, যেটার সিক্যুয়েলও হয়। সংসারজীবন নিয়ে নাটকের গল্প। এর পর থেকে বেশ কয়েকটি ভুঁইফোড় অনলাইনমাধ্যম নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনো লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনো সংসারজীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবেইটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।’

ঘটনাটা এখানেই শেষ হয়নি। ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তা প্রকাশও করলেন ফারিণ। জানালেন, মিথ্যা ও অবমাননাকর সংবাদ পরিবেশন করলেই নেবেন আইনি ব্যবস্থা।
ফারিণ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে—কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক্‌স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয়, তা করব।’

তাসনিয়া ফারিণ | ছবি: পদ্মা ট্রিবিউন

কথায় কথায় ফারিণ এ–ও লিখেছেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দিইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই।’

সাংবাদিক ভাইবোনদের শ্রদ্ধা করেন, সেটাও জানালেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনয়শিল্পী। তিনি বললেন, ‘সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।’

এদিকে ফারিণের সেই পোস্টে একজন লিখেছেন, ‘আইনি ব্যবস্থা নিয়ে তারপর স্ট্যাটাস দিন, এই সব হুমকি–ধামকি খুবই হাস্যকর।’

উত্তরে ফারিণ লিখেছেন, ‘আপনারা প্রমাণসহ নিউজ করে তারপর কথা বলতে আসেন। আমার যা করার সময়মতো করব।’ প্রসঙ্গত, ২০২১ সালের বিশ্ব ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটির নাম ছিল ‘কমলা রঙের রোদ’। নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শকমহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২ ’। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।