হাঁস-মুরগির খাবার আনতে গোয়ালঘরে ঢুকে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি শেরপুর: বগুড়ার শেরপুরে সাপের কামড়ে সুমাইয়া খাতুন (১৬) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুমাইয়াকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া খাতুন উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। সুমাইয়ার বাবা রফিকুল ইসলামের শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় চায়ের দোকান আছে। তাঁর তিন মেয়ের মধ্যে সুমাইয়া ছিল সবার বড়।

সুমাইয়ার চাচা ও উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোহাম্মদ আলী বলেন, গতকাল ইফতারের পর সুমাইয়া হাঁস-মুরগির খাবার আনতে তাঁদের বাড়ির গোয়ালঘরে যায়। এ সময় একটি বিষধর সাপ সুমাইয়ার পায়ে দংশন করে। তৎক্ষণাৎ স্থানীয়ভাবে ওঝা দিয়ে সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়া হয়। তবে এতে কোনো কাজ না হলে সন্ধ্যা সাতটার পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নেওয়ার পরই চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, ওই ছাত্রীকে  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মৃত অবস্থায় আনা হয়েছিল।