লাশ | প্রতীকী ছবি |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলায় ভাড়া বাসা থেকে সুবর্ণা খাতুন (২৯) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নতুন ট্রাফিক মোড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুবর্ণা খাতুন পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। ঈশ্বরদীর দাশুড়িয়া গ্রামের সাব্বির হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মাত্র ২০ দিন আগে সাব্বিরের সঙ্গে সুবর্ণার বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে সুবর্ণা বাড়িটিতে একাই থাকতেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জনা গেছে, সুবর্ণা এলাকার দিরাজ উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তাঁকে বাড়ির বাইরে বের হতে দেখা যাচ্ছিল না। গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাঁর ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। এ সময় বাড়ির মালিক গিয়ে দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাননি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে বিছানা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।