ঈশ্বরদীতে হাঁস ধরতে গিয়ে পদ্মায় ডুবে শ্রমিকের মৃত্যু

সুজনের স্বজনদের আহাজারি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে সুজন ওরফে ধুনা মিয়া (৩২) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুর পৌনে ১টার  উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া ইসলাম পাড়া  এলাকার পদ্মার অংশে ডুবে মারা যান ওই ব্যক্তি।

নিহত ওই যুবক সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া এলাকার সাবেক ইউপি মেম্বার হাবিবুর রহমান হবির ছেলে। সে সাঁড়া বালুরঘাট এলাকায় শ্রমিকের কাজ করতো। 

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার তিনি পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় নদীতে একটি হাঁস দেখতে পান তিনি। হাসটি ধরতে গেলে নদীর স্রোতে তলিয়ে যান সবুজ। পরে স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা জানান, বিষয়টি দুঃখজনক। সাঁড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহযোগীতা করা হবে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।