আগুন | প্রতীকী ছবি

প্রতিনিধি চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় একটি হিমাগারে (কোল্ড স্টোরেজ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এই আগুন লাগে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁর নাম মিজানুর রহমান। অগ্নিকাণ্ডের কারণে এলাকায় তীব্র ধোঁয়া এবং দুর্গন্ধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ১ টা ৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। জনতা কোল্ড স্টোরেজ নামে একটি হিমায়িত শুটকির সংরক্ষণাগারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সেখানে যায়।

আগুনের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, শুটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। চারদিকে ধোঁয়া এবং দুর্গন্ধ ছড়িয়েছে। গন্ধযুক্ত ধোঁয়ার কারণে কাছে যাওয়া যাচ্ছে না। এলাকাটি ঘনবসতিপূর্ণ। এখনই ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা সম্ভব নয়। ফায়ার সার্ভিস কাজ করছে।