এনেক্সকো টাওয়ারে এখনো থেমে থেমে আগুন ও ধোঁয়া

এনেক্সকো টাওয়ারে আগুন নেভাতে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা |ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সসংলগ্ন এনেক্সকো টাওয়ার শপিং কমপ্লেক্সে এখনো থেমে থেমে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। সেখানে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সদস্যরা। সর্বশেষ আজ বুধবার বেলা সোয়া চারটার দিকে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির পঞ্চম থেকে সপ্তম তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। মার্কেটের ওই তিনটি তলায় মূলত কাপড়চোপড় রাখা গুদাম হিসেবে ব্যবহার করা হয়। ওই তিনটি তলায় বিভিন্ন জায়গায় থেমে থেমে ধোঁয়া তৈরি হচ্ছে। কখনো কখনো আগুনও জ্বলে উঠছে। আর ফায়ার সার্ভিসের সদস্যরা তা পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের কাজ করছেন।

গতকাল ভোর থেকে সাড়ে ৬ ঘণ্টার আগুনে পুড়ে গেছে ঢাকায় পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজারগুলোর অন্যতম বঙ্গবাজারের সব দোকান। এ সময় বঙ্গবাজারসংলগ্ন এই এনেক্সকো টাওয়ারসহ আশপাশের ভবনগুলোতেও আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তা পুরোপুরি নেভাতে সক্ষম হননি। আজ বুধবার সকালে এনেক্সকো টাওয়ারের কয়েকটি তলায় থেমে থেমে ধোঁয়া বের হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভাতে কাজ শুরু করেন।

বস্তায় বস্তায় মালামাল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে | ছবি: পদ্মা ট্রিবিউন

ওই মার্কেটের যেসব দোকানের পণ্য আগুন থেকে রক্ষা পেয়েছে, সেগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যেই সকাল থেকে তাঁরা এ কাজ করছেন। শ্রমিকদের দিয়ে বস্তাভর্তি বিভিন্ন বস্ত্রপণ্য ও কম্বল ওপর থেকে নিচে ফেলা হচ্ছে। নিচে থাকা কর্মীরা সেগুলো ভ্যান কিংবা ট্রাকে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন।

ওই মার্কেটের যেসব দোকানের পণ্য আগুন থেকে রক্ষা পেয়েছে, সেগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যেই সকাল থেকে তাঁরা এ কাজ করছেন। শ্রমিকদের দিয়ে বস্তাভর্তি বিভিন্ন বস্ত্রপণ্য ও কম্বল ওপর থেকে নিচে ফেলা হচ্ছে। নিচে থাকা কর্মীরা সেগুলো ভ্যান কিংবা ট্রাকে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন।

এই তৎপরতা চলার মধ্যেই বেলা একটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বঙ্গবাজারের পাশের বহুতল এনেক্সকো টাওয়ার ভবনে এখনো আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে। ভবনের পাঁচ থেকে সাততলা পর্যন্ত গুদামে কাপড়চোপড় রয়েছে।

অগ্নিনির্বাপণের কাজে ফায়ার সার্ভিসের দুটি ভারী যন্ত্র (লেডার) এনেক্সকো টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পাশের রাস্তায় রাখা ছিল। এর মধ্যে পশ্চিম পাশের লেডার যুক্ত ছিল মার্কেটটির পঞ্চম তলার সঙ্গে।

সর্বশেষ বিকেল ৫টার দিকে এনেক্সকো টাওয়ারের পরিচালক জহিরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ করছেন। তবে আগুন নিভে গেছে। আংশিক পোড়া মালপত্র সরাতে গিয়ে কোনো কোনো জায়গায় ধোঁয়া বের হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া দোকান ও গুদামের সংখ্যা আগামীকাল বলা যাবে।

মার্কেটের লোহার ফটকটি যেন সাক্ষী হয়ে আছে ভয়াবহ অগ্নিকাণ্ডের | ছবি: পদ্মা ট্রিবিউন