সিরাজগঞ্জ জেলার মানচিত্র

প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যাত্রার মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন যাত্রাশিল্পী হাসেম আলী (৪৫)। যাত্রা চলাকালে দুঃখজনক একটি দৃশ্যে সংলাপ দিতে দিতেই মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে অনুষ্ঠিত একটি যাত্রার মঞ্চে এ ঘটনা ঘটে।

যাত্রাশিল্পী হাসেম আলী উপজেলার নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের মৃত নিজাব আলী সরকারের ছেলে।

যাত্রাশিল্পী হাসেম আলীর পরিবার ও ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাসেম দীর্ঘদিন ধরে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালায় অভিনয় করেন। সব সময়ই তাঁর অভিনয় দেখে দর্শকেরা মুগ্ধ হন। রোববার দিবাগত রাতে উপজেলার নান্দিনামধু এলাকায় ‘আলম মালার প্রেম’ নামে একটি যাত্রাপালা হয়। সেখানে নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করছিলেন হাসেম। নাটকের একপর্যায়ে সংলাপ দিতে দিতে হাসেম ঢলে পড়েন মঞ্চে। আর না উঠলে অভিনেতারা তাকে ধরে তোলার চেষ্টা করেন। সে সময় তাঁরা দেখেন, তিনি সংজ্ঞাহীন। সে সময় দ্রুত সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জামতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হান্নান সরকার বলেন, যাত্রার মঞ্চে নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন হাসেম। তাঁর চরিত্র ছিল দুঃখী একজন কৃষকের। এ সময় দর্শক ও  অন্য অভিনেতারা সবাই ধারণা করছিলেন হাসেম অভিনয় চালিয়ে যাচ্ছেন।

হান্নান সরকার বলেন, অনেক সময় পরও হাসেমকে মঞ্চ থেকে উঠে দাঁড়াতে না দেখে সহকর্মীরা তাঁকে ধরে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই যাত্রশিল্পী। সোমবার সকালে তাঁর জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।