পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে কেন বিস্ফোরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সিদ্দিকবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে তাঁরা সিদ্ধান্ত দিতে পারবেন, কেন বিস্ফোরণ হয়েছে।

বুধবার দুপুরে পুরান ঢাকার সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ভবনের বেজমেন্ট ও নিচতলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যথেষ্ট সতর্কতা নিয়ে পরবর্তী উদ্ধারকার্যক্রম পরিচালনা করা হবে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে। ফায়ার সার্ভিসকে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।

বিস্ফোরণে সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণে পাশের আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।