পর্যটন নগরী কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের সুপারিশ করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৪ সালে বাংলাদেশে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এ জন্য রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পাশে প্রায় চার একর জমি বরাদ্দের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু জমি পাওয়া নিয়ে জটিলতার কারণে এখন পর্যন্ত জাদুঘরটি হয়নি।

মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের জন্য সেগুনবাগিচার নির্ধারিত জমি সরকারি দুটি সংস্থার দখলে আছে। এ নিয়ে বৈঠক হলেও সুরাহা হয়নি। পরে পূর্বাচল নতুন শহরে ৫ একর জমি বরাদ্দ চেয়ে রাজউকের কাছে চিঠি দেওয়া হয়। তবে এ বিষয়ে রাজউক এখনো কোনো অগ্রগতি জানায়নি। তবে কক্সবাজারে প্রয়োজনীয় পরিমাণ জমি পাওয়া যেতে পারে বলে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নামে বিশেষায়িত আধুনিক জাদুঘর প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পরে কমিটি কক্সবাজারে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণের সুপারিশ করে।

কমিটির সভাপতি সভাপতি সিমিন হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, মমতাজ বেগম ও শেরীফা কাদের অংশ নেন।