হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: পাবনায় ৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলা সদরের শালগাড়ীয়া তালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেন- ইব্রাহিম হোসেন (৪০), রাজীব খান (৩৯) ও মোঃ কালু (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল শালগাড়ীয়া জনৈক আরজু শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা। এসব হেরোইনের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান বলেন, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা হেরোইন ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।