শাপলার রাজ্যে এক সকাল

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রের মধ্যে অন্যতম ‘ডিবির হাওর’,  যা এখন লোকমুখে ‘লাল শাপলার বিল’ বা ‘শাপলার রাজ্য’ হিসেবেও পরিচিত। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে ডিবির হাওরের অবস্থান। এখানে ফুটে থাকা শাপলার সৌন্দর্য উপভোগ করতে প্রায় সব সময়ই পর্যটকেরা ভিড় করেন। সম্প্রতি ছবিগুলো তোলা।

চোখ যত দূর যায়, লাল শাপলা দেখে মেলে তত দূর

শাপলার সৌন্দর্য দেখতে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা
বিলে কোথাও কোথাও জেগে উঠেছে চর। সেখানে নানা ভঙ্গিতে আলোকচিত্রীরা পর্যটকদের ছবি তুলছে

শাপলা বিছানো পানিতে নৌকা নিয়ে ভ্রমণ

বহু দূর থেকে মানুষ দেখতে আসে এই শাপলার বিল
পানিতে ফুটে আছে শাপলা

হাওরে আছে রাজা রাম সিংহের স্মৃতিবিজড়িত পুরোনো জীর্ণ একটি মন্দির।

এই সময়ে দল বেঁধে এখানে আবাস করে শামুকখোল পাখি

নৌকা চলাচলের নির্দিষ্ট পথে ভেসে বেড়াচ্ছেন পর্যটকেরা

স্বচ্ছ পানির স্পর্শ নিতে ভুল করেন না কেউ কেউ

‘ফুল না ছেঁড়ার’ নির্দেশনাও আছে

ছোট-বড় সবারই এখানে এসে চোখ জুড়িয়ে যায়

এ পথেই হাওরে ঢোকেন পর্যটকেরা

এখানে আবাস করে শামুকখোল পাখি