প্রতীকী ছবি

প্রতিনিধি কক্সবাজার: মিয়ানমারে ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার। আজ শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবদুর রহমান বলেন, মিয়ানমারের ভেতরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর কেন্দ্র ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থিত। এর প্রভাবে কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চলতি মাসের প্রথম দিকে তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ভূমিকম্প হওয়ার স্থানীয় লোকজন চরম আতঙ্কিত হয়ে পড়েন। বিকেলে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে দুজন যাত্রী নিয়ে রিকশা চালাচ্ছিলেন দিল মোহাম্মদ। এ সময় তিনি ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার দিতে থাকেন। সুগন্ধা সড়কের কয়েকজন দোকানদারও ভূমিকম্প অনুভব করেন।

বাজারঘাটার ব্যবসায়ী সাজ্জাত আলম বলেন, ভূমিকম্প যখন হচ্ছিল, তখন তিনি দোকানে মালামাল বিক্রি করছিলেন। ভয়ে চেয়ার থেকে ওঠার পর আর কম্পন অনুভূত হয়নি।

লিংক রোড এলাকার গৃহবধূ সালমা আকতার বলেন, ভূমিকম্পের সময় তিনি ছেলেকে পড়াচ্ছিলেন। টেবিল-চেয়ার কাঁপতে থাকলে বুঝতে পারেন ভূমিকম্প হচ্ছে। তখন তাঁরা সবাই ‘আল্লাহ আল্লাহ’ করছিলেন। তবে পরে আর কম্পন অনুভূত হয়নি।