সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি

প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১০টার দিকে কাজীপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের মুকুল হোসেন (৩০) ও তাঁর বোন লিপি খাতুন(৩৫)।  তাঁদের বাবার নাম সিদ্দিক হোসেন। এ সময় নিহত ব্যক্তিদের মা ফিরোজা খাতুনসহ তিনজন আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাজীপুরের সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে, মেয়ে, স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য একটি সিএনজিচালিত অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি বেলা ১০টার দিকে সদর উপজেলার সীমান্ত বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিপি খাতুনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত চারজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক মুকুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়ে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে কাজীপুর হাসপাতালে একজন ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক নান্নু খান বিষয়টি নিশ্চিত করে দুপুরে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে মুকুল হোসেনের মরদেহ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লিপি খাতুনের লাশ কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী দুজনই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।