চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শহরের স্কুল-ক্লাব সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরে স্কুল ক্লাব সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত পৌনে নয়টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই অফিস তালাবদ্ধ ছিল।

ককটেল বিস্ফোরণের স্থান থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদের বাড়ি দেড় শ মিটার দূরে। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ পেয়ে সেখানে গিয়ে তাঁরা সড়কে কাউকে পাননি।

জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহনেওয়াজে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন মুখোশ পরা লোক আওয়ামী লীগ কার্যালয়ের কাছে ঝিলিম রোডের সংসদ সদস্য আবদুল ওদুদের বাড়ির সামনে আসেন। এ সময় তাঁর (আবদুল ওদুদ) উদ্দেশে অশ্লীল ভাষায় গালাগাল করেন। আবদুল ওদুদের বাসভবনে থাকা কর্মীরা তাঁদের ধাওয়া করলে তাঁরা শহরের বড়ইন্দারা মোড়ে মোটরসাইকেল দুটি ফেলে পালিয়ে যান। পুলিশ মোটরসাইকেল দুটি জব্দ করে। ধারণা করা হচ্ছে, ওই দুটি মোটরসাইকেলের আরোহীরা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত।

আবদুল ওদুদ বলেন, ‘যাঁরা বাড়ির সামনে এসে গালাগাল করেছেন, তাঁরাই বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে, মোটরসাইকেল জব্দ করেছে। পুলিশের দায়িত্ব জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা। আমি থানায় কোনো অভিযোগ দিইনি।’ আওয়ামী লীগে তাঁর বিরোধীদের প্রতি ইঙ্গিত করে আবদুল ওদুদ বলেন, এ ঘটনার পেছনে তাঁদের মদদ আছে।