ঈশ্বরদীতে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে  দোয়া ও মোনাজাত করেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে দাশুড়িয়া ইউনিয়নের মারমি গ্রামে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহবায়ক তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, জুয়েল হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল বারী প্রধান, মারমি বাজার কমিটির সভাপতি পলাশ খাঁন ও সাধারণ সম্পাদক আমজাদ প্রমুখ।

জানা গেছে, 'গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ' প্রকল্পের আওতায় মারমি বটতলা থেকে শুরু করে মারমি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে ১ হাজার মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ করছে।