রূপপুর বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ঈশ্বরদীতে শিক্ষার আলো ছড়ানো ঐতিহ্যবাহী রূপপুর বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে।
 
শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। 

এ সময় তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাঁদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।’

বিদ্যালয় পরিচালনার কমিটির (গভর্নিং বডি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহের সভাপতিত্ব এতে বক্তব্য দেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক ছাইফুল আলম বাবু মন্ডল, পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, মুক্তিযোদ্ধা সংসদ পাকশী শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা প্রমুখ।

বক্তব্য দিচ্ছেন বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রধান শিক্ষক ইসাহক আলী সার্বিক ব্যবস্থাপনায় সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন রকম মজার মজার খেলার আয়োজন করা হয়। যেমন সাংস্কৃতিক প্রতিযোগিতা, রশি টানা, হাঁড়ি ভাঙা, যেমন খুশি তেমন সাজো, দৌড়সহ শিক্ষার্থীদের বিভিন্ন রকম খেলা।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।