সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পাবনায় সাংবাদিকদের আনন্দ মিছিল | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: রাষ্ট্রপতি পদে পাবনার কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে পাবনার সাংবাদিকরা।
রোববার বিকেলে পাবনার আব্দুল হামিদ সড়ক থেকে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের নেতৃত্বে সাংবাদিকরা আনন্দ মিছিল বের করে। পরে উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মো. সাহাবুদ্দিনের জন্ম পাবনায়, ১৯৪৯ সালে। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স লিমিটেডের পক্ষে পরিচালক হিসেবে নিয়োগ পান মো. সাহাবুদ্দিন। এখন তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান।