ঈশ্বরদীতে পাগলা কুকুরের কামড়ে ১ দিনে ১৫ শিশু হাসপাতালে

কুকুর নিয়ে দুশ্চিন্তা | প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে একটি ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত হয়ে একদিনে অন্তত ১৫ শিশুকে হাসপাতালে যেতে হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কুকুরটি আক্রমণ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।

আহতদের মধ্যে রয়েছে আনিকা খাতুন (৩), মাহাদি (৯), আল আমিন (৩), মোরসালিন (৪), আদিয়ান (৩) ও তানভির (৬)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ বলেন, 'বাড়ির পাশে মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ এই কুকুর শিশুদের ওপর হামলা চালায়। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল।'

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, 'কুকুরের কামড়ে আহত এক দিনে অনেক রোগী এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়।'

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হোসাইন বলেন, 'একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। আমরা কুকুরটিকে ধরার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে।'

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, 'ইদানীং এই গ্রামে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন।'