সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ আর নেই

সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ডেইলি এশিয়ান এইজ-এর সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ আর নেই। 

রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মাইন উদ্দিন আহমেদ স্ত্রী, চার সন্তান ও অনেক আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গত সপ্তাহে নিউইয়র্কে ওজন পার্কের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মাইন উদ্দিন আহমেদের পৈতৃক বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামে। পেশাগত জীবনে ডেইলি নিউনেশন, বাংলাদেশ অবজারভার ও ডেইলি ইনডিপেনডেন্ট পত্রিকায় কাজ করেছেন তিনি। নিয়মিত কবিতা ও ছড়া লিখতেন তিনি। তার উল্লেখ্যযোগ্য প্রকাশনা ‘পদভারে জাগ্রত সিঁড়ি’, ‘গোমর ওইলো হাক’, ‘অন্যত্র চলো’, ‘পরাবাস্তবতা’, ‘কবিতার সিঁড়ি’ ইত্যাদি।

মাইন উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এবং বিদায়ী সাধারণ সম্পাদক ইলিয়াস খান।